আব্দুল আলিম, ভেড়ামারা ।।
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর মনোভাব নিয়ে মাঠে নেমেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার।
আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শাপলা চত্ত্বর, ঢাকা কোচস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন। এসময় ভেড়ামারা উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ইয়াছির আরাফাত, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন ও ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ্ মিলন প্রমূখ।
Leave a Reply