December 22, 2024, 11:09 am
আক্রান্ত মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
তিনি নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন তার কোভিড-১৯ পজিটিভ। জানা গেছে, কুস্টিয়া জেনালে হাসপাতালের পিসিআর মেশিনে তিনি টেস্ট করান কোন পূর্ব লক্ষল ছাড়াই। সেখানে রির্পোটে পজিটিভ আসে রেজাল্ট। তবে হাসপাতালের অনেক চিকিৎসক জানান এখানে করা সবগুলো রিপোর্টিই ঢাকা পাঠানো হয়েছে অধিকতর টেস্টের জন্য।
সেখান থেকে ফলাফল আসার পরই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply