December 22, 2024, 11:24 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়া কুমারখালী উপজেলার পূর্ব লাহিনী পাড়ায় বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী প্রদর্শন করাকালীন সময়ে প্রতিবাদ করায় বাদীর মাকে মারপিট ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়,গত ১৬ ফেব্রুয়ারী পূর্ব লাহিনী পাড়ার খোকন শেখের মাদ্রাসায় পড়ুয়া মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবার সময় একই এলাকার স্বাধীন তাকে ফুঁসলিয়ে কুষ্টিয়া একটি বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ব্যাপারে মেযেটি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৯(১)৩০,২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধর্ষণ ও কয়েকজনের বিরুদ্ধে ধষর্ণে সহায়তার অভিযোগে মামলা দায়ের করে। মামলা নং ৩৭ তাং ১৬/০২/২০২০। মামলাটি বিচারাধীন এবং আসামীরা বর্তমানে জেলহাজতে রয়েছে।
গত ২৭ এপ্রিল উল্লেখিত মামলার বাদী আনুমানিক ১১.৩০ টার দিকে বাড়ির পাশে গোসল করার উদ্দেশ্য রেল ব্রিজের নীচে তার বান্ধবীকে সাথে নিয়ে গেলে এসময় ধর্ষণ মামলার আসামীর ছেলে সোহাগ, তরুন, তারেক উভয় পিতা শাহাজদ্দি, মামুন পিতা লাল্টু, হিরোক পিতা হাকিম, সাদ্দাম পিতা কালো আনছো, হাসিম পিতা অজ্ঞাত, ছানোয়ার পিতা অজ্ঞাত সর্ব গ্রাম পূর্ব লাহিনীপারা সংঘবদ্ধ হয়ে বাদীর পথরোধ করে এবং মামলা তুলে নেবার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। কিন্তু বাদী অস্বীকৃতি জানালে সোহাগ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এদিকে দীর্ঘ সময় গোসল করে ফিরে না আসায় তার মা জ্যোতি খাতুন ও বড় বোন ঝর্ণা উল্লেখিত স্থানে এসে ঘটনাটি দেখতে পেয়ে ছুটে গিয়ে সোহাগ গং কে বাধা সৃষ্টি করে।
এসময় বাদীর মা জ্যোতি খাতুনের সাথে সোহাগের ঝগড়া শুরু হয় এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহাগ ও তার সঙ্গীরা মারধর শুরু করে এবং তার গায়ের পোষাক ছিঁড়ে বেআব্রু করে শ্লীলতাহানির চেষ্টা করে।
তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে সোহাগ দেখে নেবার হুমকী প্রদর্শন করে স্থান ত্যাগ করে।
পরে এ বিষয়ে জ্যোতি খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় এজাহার দায়ের করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা সমভব হয়নি।
Leave a Reply