January 3, 2025, 3:15 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালানের অংশ উদ্ধার হয়েছে কুষ্টিয়া ও মেহেরপুরে। র্যাব-১২ ও র্যাব গাংনী ক্যাম্প শুক্রবার রাত ও শনিবার ভোরে এ দুটি জেলায় অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ৪৫ কেজি গাঁজা।
আজ (শনিবার) কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিলসহ ৪ গ্রেফতার হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি দল ২৭ সেপ্টেম্বর সকাল ৭টায় সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে ঐসব অবৈধ দ্রব্যাদি উদ্ধার করে।
ঐ গাঁজা ফেনসিডিলের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।
এসময় এলিট র্ফোস জহুরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৩৬), টিপু সরদার (৪২)ও সজীব মন্ডল (২৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, শুক্রবার রাতে র্যাব গাংনী ক্যাম্প রাহিব ওরফে রাকিব (৩৫) নামে একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিষয় তুলে ধরেন র্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডর এএসপি এনামুল হক। অভিযানের সময় রাকিবের বাড়ি থেকে দুটি দেশীয় অস্ত্র (হাঁসুয়া) উদ্ধার করা হয়েছে।
Leave a Reply