দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের (শনিবার) মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে সংস্কারমনা এবং দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক-সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আসেন। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
শনিবার শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করে মিছিল শেষে ক্যাম্পাসের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে। প্রায় দুইঘন্টা ধরে চলে এ অবরোধ। এসময় দুদিক থেকে মহাসড়কে প্রায় কয়েকশ যানবাহন আটকে যায়।
বিশ^বিদ্যালয়ে কোন প্রশাসন না থাকায় অবরোধ বিষয়ে কারোর কোন উদ্যোগ ছিল না। শিক্ষার্থীরা নিজেরাই পরে অবরোধ তুলে নিয়ে ক্যম্পাসে প্রবেশ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উাপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু অজ্ঞাত কারনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অবিলম্বে এখানে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি