December 22, 2024, 8:33 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়কে ডাকাতি হয়েছে। পথচারীদের কুপিয়ে ও মারধর করে স্বর্ণালংকার এবং টাকা লুট করেছে ডাকাত দল। এ সময় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে কনটেক খাম্বা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ট্রাকচালক আবদুল ওয়াহেদ, তার সহকারী (হেল্পার) জীবননগরের রাজু আহমেদ ও দর্শনার তারিক আজিজ। আহত ব্যক্তিদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
আহত ট্রাকচালক আবদুল ওয়াহেদ বলেন,তিনি ট্রাক নিয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে জীবননগরে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কনটেক খাম্বা কারখানার সামনে ডাকাতদের ব্যারিকেডের মুখে পড়েন। গাড়ি থামাতেই ১৫ থেকে ১৬ জন ডাকাত রামদা দিয়ে তাঁর পিঠে ও গলায় কোপ মারে। এসময় তার সহকারী রাজু আহমেদকেও মারধর করে। তার কাছে থাকা ভাড়ার ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।
ঐ ট্রাক বলেন, ট্রাক, মোটরসাইকেল, আলমসাধু, অটোভ্যানসহ অন্তত ৩০টি যানবাহন থামিয়ে ডাকাতি করা হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা সার্কেল), জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ফারুক হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের নামে অন্তত তিনটি ডাকাতির মামলা আছে।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ যার কাছে যা পেয়েছে, তাই লুট করেছে। রাত থেকেই পুলিশ অভিযানে নেমেছে। তিনি জানান, ঘটনায় মামলা হয়েছে।
Leave a Reply