দৈনিক কুষ্টিয়া অনলইন/
র্যাব-১২ কুষ্টিয়া এক অভিযান চালিয়ে ২৫ টি মামলার আসামি জেলখানার তালা ভেঙে পারিয়ে যাওয়া জেলার খোকসা উপজেলার ত্রাস খ্যাত সামিরুল (৩৫) কে আটক করেছে।
ব্যাব সূত্র জানায়, আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধর্মপাড়ায় অভিযান চালিয়ে সামিরুলকে গ্রেফতার করা হয়।
সামিরুল মন্ডল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। সে চরমপন্থি দলের সদস্য। উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছত্রছায়ায় সে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট ২৫টি মামলা রয়েছে।
র্যাব ১২ কুষ্টিয়া জানায়, গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি তালা ভেঙ্গে পালিয়ে যায়। সামিরুল তাদের একজন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি