January 23, 2025, 4:43 am
দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
কুষ্টিয়ার ক্রীড়া, কল্যাণ ,আত্মরক্ষা ও আত্মশুদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিসিপ্লিন’স ফায়ায়ের ডিসিপ্লিন’স আর্ট প্রোগ্রামের প্রশিক্ষণ গ্রহীতা ছাত্র ছাত্রীরা ১ম ধাপের পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে তারা পরবর্তী ধাপে সফলভাবে উন্নীত হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার শিল্পকলা একাডেমিতে এই পরীক্ষার আয়োজন করা হয়।
ডিসিপ্লিন্স ফায়ার ২০১৯ সাল থেকে সফলতার সাথে কাজ করছে ছাত্র-ছাত্রীদের শৃংখলায় আবদ্ধ করে আত্মরক্ষা, লাঠি খেলা ,শরীরচর্চা, ইয়োগা,ধ্যান , আনন্দ শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ , সহজ মানুষ ,শুদ্ধ মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রশিক্ষক মার্শাল আর্ট এবং লাঠি ফাইটার মোঃ আলাউদ্দিন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সুজন রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর আতিক আহমেদ ,পরিচালক ও শিক্ষক ডিসিপ্লিন্স ফায়ার (শৃঙ্খলার আগুন)।
এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে তাদের মূল্যবান মন্তব্য প্রদান করেন ডক্টর রুমন রহমান , রোকসানা পারভিন । ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে জয়িতা মন্ডল ও শুভ্রা সিংহ রায় তাদের অনুভূতি ব্যক্ত করেন ।
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নিজেকে সুরক্ষা দিতে আর আত্মবিশ্বাস বাড়াতে অনেকেই শিখছেন আত্মরক্ষা ও শৃঙ্খলা মার্শাল আর্ট এবং এর আছে বেশ কয়েকটি ধরন। কারাতে, কুংফু, জুডো, জুজুৎসু, ব্রাজিলিয়ান জুজুৎসু, তায়কোয়ান্দো, ফেন্সিং, বক্সিং, উসু এমন আরও অনেক ।
Leave a Reply