দৈনিক বুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা কারাগার থেকে ১০৪ জনের মতো বন্দি পালিয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টার পর এ ঘটনা ঘটে। এ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কুষ্টিয়ায় অবস্থানরত সেনাবাহিনীর একটি দল কারাগার সংলগ্ন এলাকায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার পর হঠাৎ শোরগোল শুনতে পাওয়া যায়। তারা দেখতে পান জেলা কারাগার থেকে ৪ জন, ৫ জন অথবা তারও বেশী বন্দিরা বের হয়ে আসছে। তাদের কারো গায়ে কিেদর পোশাক, কারো গায়ে ছির সাধারণ পোশাক। তরে সবার মুখই গামছা বা এ জাতীয় কিছু দিয়ে ঢাকা ছিল।
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে বসবাসকারী মতিউর রহমান নামের এক ব্যক্তি জানান, মুখে রুমাল ঢেকে পিটিআই রোড দিয়ে মোটরসাইকেলে কয়েকজন বন্দিকে তিনি পালিয়ে পালিয়ে যেতে দেখেছেন।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে বলা হয়েছে কারাকতৃপক্ষের পক্ষ থেকে।
কারাগারের কোন কর্মকর্তা মুখ না খুললেও কারাগারের কয়েকটি সূত্র সূত্র জানায়, কারাগারে বন্দি রয়েছেন এমন কয়েকজন আসামির জামিনের তারিখ ছিল আজ। কারাকতৃপক্ষ যখন জামিনপ্রাপ্ত এসব কয়েদিদের রোল-কল করে বের করছিলেন এমন সময় কারাগারে থাকা বেশকিছু কয়েদি একযোগে বেরিয়ে এসে বন্দি পালিয়ে যায়।
এসময় কতজন পালানো যায় কারা কতৃপক্ষ তখনই কিছু বলতে পারেন নি। দবে অনুমান করা হচ্ছে, পালিয়ে যায়ার পরিমাণ ৪০-৫০ জন হতে পারে। খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এই মুহুর্তে কারাগারে কতজন বন্দি ছিল তা জানতে পারেনি কারাগারের কতৃপক্ষ।
কুষ্টিয়া কারাগারের জেলার আবু মুসা জানান, রাতে জানান প্রায় ১০৪ জনের মতো কয়েদির হিসাব নেই। এরাই পালিয়েছে বলে তিনি জানান।
কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা জানান, কোন গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখতে সবরকম ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি