December 23, 2024, 5:59 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে ‘সুন্দর বৈঠক হয়েছে’ বলে উল্লেখ করেন তিনি।
দুপুরে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনানিবাসে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন করার সিদ্ধান্তের কথা জানান এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply