October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে র্সঘটিত সহিংসতার আওতা ও সদস্য বাড়ছে। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ঐ কমিশনে একজন সদস্য ছিলেন। তিনি হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। দি কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ জুলাই এই তদন্ত কমিশন গঠন করে সরকার। কমিশনকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করে আসছে। কমিশনকে ১৬ জুলাইয়ের ঘটনার কথা বলা হয়েছিল এবং কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।
মন্ত্রী জানান, কমিশন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করবে। তিনি বলেন কমিশন তিন সদস্যে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ছয় জন নিহত এবং দেশব্যাপী সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করতে কমিশনকে বলা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বৈঠক করেছে কমিশন। সেখানে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য-উপাত্ত এবং সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পদ্ধতি জানিয়ে দেওয়া হবে বলে জানায় কমিশন প্রধান বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
Leave a Reply