October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কোটা আন্দোলনে নাশকতার মামলায় কুষ্টিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মেহেদী হাসান জিকু গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
জিকু কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিয়ার রহমানের ছেলে।
এর আগে গত ১৭ জুলাই বিকেলে সংঘটিত কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মেহেদী হাসান জিকু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা। গত ১৭ জুলাই চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত ছিল। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে। এ ঘটনায় ১৮ জুলাই তার বিরুদ্ধে মামলা হলে ২৫ জুলাই সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply