October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দলের মধ্যে অনুপ্রবেশ করা হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার জোর দাবি উঠেছে আওয়ামী লীগের পর্যালোচনা সভায়। বুধবার রাতে দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ দাবি উঠে। এ সময় কাদের উপস্থিত নেতাকর্মীদের যে কোনো ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থাকার শপথ পড়ান ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা প্রতিজ্ঞা করে যান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কি না? জবাবে দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
আজ বৃহস্পতিবার মোহাম্মদপুর, গুলশান ও মিরপুর এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন ওবায়দুল কাদের। এছাড়াও কাল শুক্রবার বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
দুই দিনের পর্যালোচনায় বলা হয় আওয়ামী লীগের এক শ্রেণির সংসদ সদস্য সম্প্রতি সহিংসতা চলাকালে নিশ্চুপ ছিলেন। ঐ সব এমপি হাইব্রিড ও সুবিধাভোগীদের দলের গুরুত্বপূর্ণ পদ দিয়ে রেখেছেন। এসব হাইব্রিড নেতা ঘর থেকে বের হননি। বেশির ভাগ স্বতন্ত্র এমপি আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টিকারীদের পেছন থেকে উসকানি দিয়েছেন। ত্যাগী নেতাকর্মীরা আগে থেকেই নানা বঞ্চনা-লাঞ্ছনার শিকার হয়েছেন। এ কারণে তারা ঘর থেকে বের হননি। এদিকে গতকালের পর্যালোচনা সভায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সহিংসতার বিরুদ্ধে মাঠে প্রতিরোধ গড়তে না পারাকে নিজেদের সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দায়ী করেছেন। নিজেদের অভ্যন্তরীণ গ্রুপিং এবং নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তির কারণে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা সম্ভব হয়নি বলে মনে করেন তারা। এছাড়া কমিটি গঠনে ত্যাগী এবং দুর্দিনের পরীক্ষিত ও যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সুবিধাবাদীদের জায়গা দেওয়াকেও দায়ী করেছেন। তারা বলেন, দুর্দিনে সাধারণ কর্মীরাই ঝুঁকি নেন। সুবিধাবাদী নেতাদের খুঁজে পাওয়া যায় না।
সবার বক্তব্য শেষে ওবায়দুল কাদের বলেন, সহিংসতার সময় নেতাকর্মীদের মাঠে রাখতে না পারাটাই দলীয় সাংগঠনিক ব্যর্থতা।
Leave a Reply