December 22, 2024, 7:00 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টানা কয়েকদিনের নানা বিড়ম্বনার পর বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে কুষ্টিয়া। যদিও চির চেনা ব্যস্ত শহরে পুরোপুরি প্রবেশ করেনি, সারাদিনই শহরের প্রধান সড়কে যান চলাচল ও মানুষের উপস্থিতি ছিল। তবে উপস্থিতি বড় বেশী ছিল না। বিভিন্ন অফিস পাড়ায়, আদালতে লোকজনের উপস্থিতি ছিল সন্তোষজনক। দূরপল্লা এবং আন্তঃনগর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসছে।
জানা গেছে, কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকেই নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। মজমপুর গেট থেকে বড় বাজার পর্যন্ত রিকশা এবং অটো রিকশার দাপটে থেমে থেমে যানজটও দেখা যায়। এই অবস্থা চলে বিকেল পর্যন্ত। মিউনিসিপ্যালিটি বাজারে মানুষের সমাগম ছিল। মানুষজন তাদের পণ্য কেনার জন্য রীতিমত ভিড় জমায় দোকানগুলোতে। কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।
বড় বাজারের ব্যবসায়ী বুদ্ধদেব কুন্ডু জানান, ব্যবসা বন্ধ থাকলে অর্থনীতির চাকাও বন্ধ থাকে। তিনি বলেন, আজ থেকে প্রাণ পেয়েছে বড় বাজার। মানুষজন আসতে শুরু করেছে।
রিকসা চালক মতিউর রহমান জানান, প্রায় সপ্তা খানেক হলো তিনি ঠিকমতো রিকসা চালাতে পারেন নি। আজ পুরো দিন তিনি রিকসা চালিয়েছেন। আয় আগের মতো না হলেও তিনি খুশী।
বাদাম বিক্রেতা মুনিব আলী জানান, তার অবস্থা করুণ আকার ধারন করেছিল। তিনি স্বস্তির নিঃশ^াস ফেলেছেন বলে জানান। তিনি বলেন জিনিসপত্রের যে দাম একদিন বেচা বন্ধ থাকলেই সংসারে সমস্যা হয়ে যায়।
Leave a Reply