October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এমপি নায়েব আলী জোয়ার্দ্দারের গাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করা হয়েছিল।
নায়েব আলী জানান, তিনি শৈলকুপায় একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। সেসময় একদল যুবক রাজাকার রাজাকার শ্লোগান দিয়ে তার গাড়িতে হামলা চালায়।
তিনি বলেন একটা অশুভ শক্তি দেশজুড়ে ভর করছে। সেই অশুভ শক্তির লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply