October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরাও হল ত্যাগ করবে। শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করতে চায় সরকার।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠানো হয়। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে বলা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন আজ মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ চার জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, এসকল ঘটনায় জড়িতদের চিহ্নতকরণের কাজ করছে সরকারের গোয়েন্দা সংস্থাগলো। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে যারা এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় লিপ্ত ছিল। নানাভাবে সহযোগীতা করেছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হতে পারে।
Leave a Reply