December 22, 2024, 7:44 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তানজিল হোসেন (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে সাধারণ মানুষ। এ সময় জনতা পাচারকারীকেও আটক করে। সাধারণ জনতা গণধোলাই দিয়ে পাচারকারীকে পুলিশের সোপর্দ করেছে।
বুধবার (১০ জুলাই) বিকেলে মুজিবনগর সীমান্তবর্তী বিদ্যাধরপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু তানজিল হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শিশুটি পেশায় ইঞ্জিনচালিত পাখিভ্যান চালক।
আটক পাচারকারী রনি হোসেন মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, রনি হোসেন চুয়াডাঙ্গা এলাকা থেকে শিশুটিকে ভারতে ভাল কাজ দেেেব বলে প্রলোভন দেখায়। রনি শিশুটিকে গত সোমবার থেকে তার সঙ্গে নিয়ে বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরছিল।
বুধবার বিকেলের দিকে তাকে মুজিবনগর সীমান্তের কাছে পৌঁছালে শিশুটি লোকজন দেখে হঠাৎ কান্নাকাটি শুরু করে। লোকজন তানজিলকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা খুলে বলে। এ সময় রনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জনতা তাকে ধরে ফেলে। তাকে গণপিটুনি দেয়া হয়। পরে মুজিবনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে।
পুলিশ তানজিলকে উদ্ধার করে এবং আহত রনিকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি উজ্জ্বল দত্ত জানান, তানজিল নিখোঁজ যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করা হয়েছিল। শিশুটিকে চুয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply