December 23, 2024, 7:40 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত দুতিনদিনের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ ও ফেরিতে উপচেপড়া ভিড় বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে কোনো ভোগান্তি নেই দৌলতদিয়া প্রান্তে। নির্বিঘ্নে মানুষ পদ্মা পাড়ি দিচ্ছেন। ভোগান্তি ওপাড়েও নেই।
ঘাট সূত্রে জানা গেছে, ১৮টি ফেরি ও ২০টি একরাগাড়ে লঞ্চ চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরিঘাট সচল রয়েছে।
নিয়মিত এ ঘাটের যাত্রী এমন অনেকেই বলছেন, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে। তাছাড়া ঈদে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ভালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানুষ স্বস্তিতে বাড়িতে যাচ্ছেন।
শনিবার বেলা দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। তিনি দৌলতদিয়া প্রান্তের বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি যাত্রী ও যানবাহন চালকদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দৌলতদিয়া প্রান্তে এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে। মানুষ নির্বিঘ্নে বাড়িতে যেতে পারছেন। যাত্রী ও যানবাহন চালকদের সাথে বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার তালিকা সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া গ্রহণ করার কোনো অভিযোগ এখনও নেই বলে তিনি জানান।
ঘাটের কর্মকর্তারা বলছেন, যাত্রীদের চাপ আগামী কাল আরও বাড়বে। ডে কোন চাপ সামাল তারা দিতে পরা প্রস্তুত বলেও জানান তারা।
Leave a Reply