December 22, 2024, 11:15 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্বেচ্ছায় রক্তদান একটি সামাজিক ও মানবিক কাজ। এ কাজের পরিধি দেশে এখনও বিস্তৃত হয়নি। এটাকে ছড়িয়ে দিতে হবে। স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উদ্বুদ্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দেশব্যাপী প্রসিদ্ধ সংগঠন বন্ধুমহল বøাড ডোনার সোসাইটির খুলনা বিভাগীয় সম্মেলন-২০২৪’র অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এ কথা বলেন।
৩১ মে শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা, বিশিষ্ট লেখক ও গবেষক ও সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আমানুর আমান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার , কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বøাড ব্যাংকের টেকনোলজিস্ট আব্দুস সালাম।
বক্তব্য রাখেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আনিসুজ্জামান নাহিদ, বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সাবেক প্রধান সমন্বয়ক এহসানুল হক জয়, বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক এনামুল হাসিব।
ডা. তাপস কুমার সরকার তার বক্তব্যে বলেন, সারাদেশে প্রতিদিন চিকিৎসার জন্য যে পরিমাণ রক্ত প্রয়োজন তার বেশীরভাগ সরবরাহ আসছে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে। তিনি জানান, তার হাসপাতালেও অসংখ্য স্বেচ্ছাসেবী প্রতিদিন রক্তদান করে তাকেন। তিনি এসব সেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
ড. আমানুর আমার তার বক্তব্যে বলেন, দেশে ৯০ ভাগ রক্ত সরবরাহ আসে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। এটাকে আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওযার সময় এসেছে। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উদ্বুদ্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সরকারী প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে তিনি জোর দেন।
ডা. আকুল উদ্দিন বলেন, তিনি কুষ্টিয়াতে এ ধরনের কিছু একটা করতে চান। তিনি বলেন, অচিরেই রক্তদাতা বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর সাথে বসতে আগ্রহী। তিনি বলেন, এই মহৎ কাজের সাথে তিনি সম্পৃক্ত হতে চান।
অন্য বিভাগীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক জাহিদ হাসান রিয়াদ , রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রবিনুল ইসলাম, ভারপ্রাপ্ত বরিশাল বিভাগীয় সমন্বয়ক ইমরান নাজির , ভারপ্রাপ্ত ঢাকা বিভাগীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া ।
Leave a Reply