দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে বোমা বিস্ফোরণের ঘটনায় নবিউল ইসলাম নবীন (৩৮) নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে গ্রামের নদীর ধারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত নবীন রাতেই শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি বর্তমানে পুলিশ পাহারায় রয়েছেন।
নবীন একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
নবীন পুলিশকে জানিয়েছেন যে, সীমান্তের কোল ঘেঁষেই তার বাড়ি। রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি গরমের কারনে তিনি নদীর ধারে হাঁটাহাঁটি করছিলেন। এসময় হোঁচট খেয়ে পড়ে যান। একটি বিকট শব্দ শুনতে পান তিনি। কিছু বুঝে উঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়।
বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে নবীনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা জানা গেছে, নবীনের শরীরে অন্তত ৫২টি বোমার স্প্রিন্টারের ক্ষত পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ওসি পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে জানান, নবীন সীমান্তে মাদক কারবারের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, বোমা বানানোর পর তা মাটির নিচে পুঁতে রাখতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হয়েছেন।
তিনি বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি