December 22, 2024, 8:49 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের শেষবার ভারতের ঝাড়খন্ডে মোবাইল লোকেশন পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, নিখোঁজ সম্পর্কিত যে অভিযোগ পত্রে সংসদ সদস্যদের যে দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার ট্রেস করে ঝাড়খন্ডের মুজাফফরপুরে তার লোকেশন পাওয়া যায়। এছাড়া যে গাড়িতে ওই সাংসদ উঠেছিলেন সেই গাড়ির চালককে জিজ্ঞাসা করেও কিছু তথ্য পাওয়া গেছে। যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চান নি ওই পুলিশ কর্মকর্তা।
গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা এবং আনোয়ারুল আজিমের দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে এসে ওঠেন। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে যান আনার।
এরপর গোপাল বিশ্বাসের পরিবার সূত্রে জানা যায়, পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা বেলায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না, দরকারে তিনি ফোন করে নেবেন গোপাল বিশ্বাসকে। কিন্তু এরপর থেকে আর কোনভাবেই তাকে ফোনে পাওয়া যায় নি। গত ১৮ মে, শনিবার বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। অভিযোগ পেয়ে বরানগর থানা তদন্তে নামে। কিন্তু নিখোঁজের অভিযোগ দায়ের করার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায় নি।
এদিকে সোমবারও গোপাল বিশ্বাসের ব্যক্তিগত দুইটি মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন উত্তর মেলেনি। কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন সর্বোতোভাবে সচেষ্ট বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের মুখ্য প্রেস সচিব রঞ্জন সেন জানান, ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, কলকাতা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তারা যেসব তথ্য পাচ্ছে তার সবই বিশ্লেষণ করে দেখছে।
Leave a Reply