দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে একদিনের একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানা সুপারিশমালা তুলে ধরেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা ১১টায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
জেলা প্রমাসক বলেন, কুষ্টিয়া তামাক-প্রবণ এলাকা। এখানে দীর্ঘদিন ধরেই তামাক চাষ হয়ে আসছে। অনেকে মানুষ এই চাষের সঙ্গে বলা যায় একভাবে অভ্যষÍও হয়ে রয়েছ্ ে তামাক চাষ ও তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান।
তিনি অভ্যাস পরিবর্তনে করণীয় নিয়ে আরও নিবিড়ভাবে সবাইকে কাজ করার আহবার জানান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন। অংশ নেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকগণ।
অংশগ্রহনকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানান সুপারিশমালা পেশ করেন। এরমধ্যে আইনের প্রয়োগে মোবাইল কোর্ট বাড়ানোর প্রস্তাব আসে বেশি। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি