December 22, 2024, 7:46 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চিকিৎসা সেবায় দক্ষ নার্সিং যুগে যুগে চিকিৎসার অন্যতম উপাদান হিসেবে পরিগণিত হয়ে আসছে। বলা হয়ে থাকে রোগীর শুশ্রষায় ৬০ ভাগ ভূমিকা থাকে নার্সিং সিস্টেমের। নার্সিং এখন গুরুত্বপূর্ণ একটি সেবা সিস্টেমের নাম। এটা এখন একটি পেশর নাম। তারা বলেন বাংলাদেশে দিন দিন এ পেশা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা নার্সদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নার্সিংএ আসা চেলে-মেয়েদের মধ্যে মানবিক দীক্ষা বাড়ানোর উপর জোর দেন।
সোমবার (১৩ মে ) সকালে কুষ্টিয়ার ডা: লিজা নার্সিং ইনস্টিটিউট গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা: এএফএম আমিনুল হক রতনের সভাপতিত্বে ও ডা: লিজা-ডা: রতন ম্যাটসের চেয়ারম্যান ডা: আসমা জাহান লিজার সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসিরুল হক মুন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: তাপস কুমার সরকার, নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়ার নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ স্মৃতি কনা রাণী, নাসিবের পরিচালক আব্দুস সাত্তার, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপন প্রমুখ।
অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, অনেক ক্সেত্রে আমরা দেখেছি, রোগীরা সেবা নিতে হাসপাতালে ভর্তি হওয়ার মুহুর্তে প্রথম সেবাটি যার কাছ থেকে পেয়ে থাকেন তিনি জলেন একজন নার্স। নার্সরাই প্রথম এগিয়ে আসেন। ্েই পেশায় তাদেরকে আরও বেশী দক্ষ হতে হবে তিনি বলেন।
স্বাগত বক্তব্য রাখেন ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আসমা খাতুন।
মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় এ অনুষ্ঠানের।
Leave a Reply