December 21, 2024, 11:09 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে টুরিষ্ট পুলিশ ক্যাম্প স্থাপনে উদ্যোগ নেয়া যেতে পারে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। তিনি জেলা পুলিশকে এ বিষয়ে উদ্যোগ গ্রহনের আহবান জানান।
বৃহস্পতিবার কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উৎসবের সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এর আগে কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব তার বক্তব্যে এখানে কুঠিবাড়িতে টুরিস্ট পুলিশের ক্যাপম্পের প্রয়োজনীয়তার কথা জানান।
বিভাগীয় কমিশনার বলেন সরকার ট্যুরিজমকে অত্যাধিক গুরুত্ব দেয়। বর্তমান প্রধানমস্ত্রী গ্রামীণ ট্যুরিজমকে উন্নতর করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন। তিনি ট্যুরিজমকে আগামী অর্থনীতির একটি বড় খাত উল্লেখ করে বলেন এই সেক্টরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সরকারি কৌশুলী জিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, বিএমএ সাধারন সম্পাদক ড. আমিনুল হক রতন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদ আমিরুল ইসলাম ও কবি আলম আরা জুই।
অনুষ্ঠানে বক্তারা কুষ্টিয়ার এই রবীন্দ্র স্মৃতিবিজরিত স্থানটি সবার কাছে অত্যন্ত গর্বের বলে উল্লেখ করে এর উন্নয়নে আরও যে কোন পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তারা বলেন দেশ বিদেশ থেকে এখানে রোদ-বৃষ্টিতে পর্যটকদের নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ গ্রহন করা আবশ্যক।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। মূল আলোচনায় তিনি বলেন রবীন্দ্রনাথ উনিশ শতকের শেষার্ধ থেকে শুরু বিশ শতকজুড়ে বাংলা সাহিত্যের সবচে’ প্রভাবশালী লেখক। তিনি একুশ শতকের এই প্রাান্তেও সমানভাবে শক্তিশালী। তিনি বলেন আগামী আরও বহুশতক ধরে সাহিত্য পাঠকদের কাছে তার আবেদন কোনক্রমেই কমবে না। কারন তার বেশীর ভাগ লেখাই যুগ-কাল উত্তীর্ণ।
দুদিনের অনুষ্ঠান সুন্দরভাবে সফল ও সার্থক হওয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক এহতেশাম রেজা। তিনি সকল ইভেন্টে অংশগ্রহনকারী সকল শিল্পী ও কলাক‚শলীদের ধন্যবাদ জানান।
দুদিনের অনুষ্ঠানে প্রায় কুষ্টিয়া ও ভারত থেকে আগ্রত প্রায় ৫৯ টি দল সংগীত, নাটকসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন।
Leave a Reply