দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তিন ঘণ্টা পর রাজবাড়ী থেকে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-খুলনা ও রাজবাড়ী-রাজশাহী রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে দশটার সময় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে সাতটার সময় খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন রাজবাড়ী স্টেশনে এসে লাইনচ্যুত হয়েছে। এতে রাজবাড়ীর সঙ্গে সকল রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী রেল স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, মালবাহী ট্রেন (স্টোর ভ্যান) খুলনা থেকে ছেড়ে আসে। রাজবাড়ীর ২ নং রেলগেট এলাকার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) প্রবেশের সময় লাইনচ্যুত হয়।
তাৎক্ষণিক রাজবাড়ীতে থাকা উদ্ধারকারী রিজার্ভ ট্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করে সকাল সোয়া দশটায় ট্রেনটি উদ্ধার করা হয়। সাড়ে দশটায় এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি