December 22, 2024, 1:45 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান মে দিবসে ঢাকাতে শ্রমিক স্বাস্থ্য সমাবেশ ঢাকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ মে সকাল ৮ টার দিকে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এন্ড হাসপাতালে এ সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে মে দিবস উপলক্ষে ্র্যালী অনুষ্ঠিত হয় ্র্যালী অনুষ্ঠানে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.সামন্ত লাল সেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল,এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ৭৪ মেহেরপুর-২(গাংনী)ও সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম ডা.আবু সালেহ্ মোহাম্মদ নাজমুল হক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর বীর মুক্তিযোদ্ধা ডা.মোস্তাফা জালাল মহিউদ্দিন।
পরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
Leave a Reply