দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া নাগরিক কমিটির উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পাঁচ রাস্তা মোড়ে নাগরিক কমিটির কার্যালয়ের সামনে কমিটির সদসবৃন্দ উপস্থিত থেকে এ বিতরণ কার্য পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, নিবার্হী পর্ষদের সদস্য এসএম কাদেরী শাকিল, আব্দুল খালেক, সামসান্নাহার আলো প্রমুখ।
কমিটির নেতৃবৃন্দ জানান, আজ বৃহস্পতিবারও এই বিতরণ কার্যক্রম চলবে। তারা বলেন, দেশজুড়ে যে তীব্র তাপদাহ চলছে, যেখানে সাধারণ মানুষ চরম দুরবস্থার শিকার হয়েছেন। সেখানে কুষ্টিয়া নাগরিক কমিটি নাগরিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে এসে এই ছোট উদ্যোগে সামিল হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি