December 21, 2024, 10:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দুটি জেলার উপর দিয়ে আজ অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলা দুটি হলো যশোর ও চুয়াডাঙ্গা। দুটি জেলার উপর দিয়েই ৪২ ডিগ্রির ওপরে তাপ বয়ে যাচ্ছে। এ অবস্থা সহসাই পরিবর্তনের আভাস নেই আবহওয়া অফিসের তরফ থেকে। ইতোমধ্যে চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গায় দুইজন, পাবনাতে ১ জন।
এর বাইরেও আজ রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। বলা হয়েছে গরম আরও বাড়বে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ওইসব অঞ্চল ছাড়াও ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বৃদ্ধি পেতে পারে অস্বস্তি।
তবে আজ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলেও আভাস আছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
Leave a Reply