February 5, 2025, 10:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতে আবারও পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার আনুমানিক ৪৫ বিঘা জমির বরজ পুড়ে গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় আগুনের সূত্রপাত ঘটে। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি খুশিরপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩৫ জন কৃষকের প্রায় ৪ হাজার পিলি পানের বরজ পুড়েছে। প্রায় ৪ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটুয়াকান্দির ফরজ আলী ফরাজির পানের বরজে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তীব্র দাবদাহের কারণে অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, শ্রমিকদের বিড়ির আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারন অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ৪০-৪৫ বিঘা পান বরজপুরে একেবারে ছায় হয়ে গেছে ।
তিনি বলেন উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য।
এর আগে ১০ মার্চ একই এলাকায় ও পাশ^বর্তী কয়েকটি গ্রামের পানের বরজে আগুন লাগে। এতে প্রায় ৩০০ বিঘা জমির পান আগুনে ভস্মিভ‚ত হয়।
Leave a Reply