December 30, 2024, 11:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে ডুবে ুদই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- কুমারখালীর জয়নাবাদের আলমগীর হোসেনের ছেলে সাহেদ আলী (৮) এবং একই উপজেলার শেরকান্দী গ্রামের আক্তারুজ্জামান শামীমের মেয়ে শেফা খাতুন (১৩)। সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাইবোন।
পুলিশ, নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শেফা তার মামা বাড়ি জয়নাবাদের বেড়াতে আসে। মামাতো ভাই সাহেদকে সঙ্গে নিয়ে বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেড়টার দিকে নদী থেকে সাহেদের মরদেহ উদ্ধার করা হয়। ঘন্টা থানেক পর পরে শেফার মরদেহ পাওয়া যায়। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
শুভব্রত আমান
১৭/৪/২০২৪
Leave a Reply