December 30, 2024, 11:48 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ (বৃহস্পতিবার) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছে।
এই ঈদ উদযাপনে বাংলাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনা থাকে। সকল মানুষ মিলিত হয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া, কোলাকুলিসহ নানা আনুষ্ঠানিকতা করে থাকে। এদিন গরীব মানুষদেরকে সহায়তাও করা হয়ে থাকে।
রাজধানী ঢাকাতে রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। অনেক ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।
সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়াতেও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈগাহতে। সেখানে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ অংশ গ্রহন করেন। কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর হমান আতা বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজাসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ঈদের নামাজ আদায় করেন।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধনিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply