February 6, 2025, 12:57 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়ায় দুটি পক্ষের লোকেদের ঈদগাহ কমিটি কমিটি গঠনের দ্বন্দ্ব ঈদের নামাজে এসে সংঘর্ষে রুপ নিয়েছে। সেখানে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি তদন্ত মো. তারেক জানান, প্রথমে চড় থাপ্পড় পরে হালকা মারামারি হয়েছে। একজন গুরুত্ব আহত হয়েছেন। বাকীরা সামান্য। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষ এখন দুই দিকে অবস্থান করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনায় জানা গেছে, বিত্তিপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে দুটি সামাজিক দলের বিরোধ অনেক পুরনো। সম্প্রতি গ্রামের ঈদগাহ কমিটি নিয়ে দুই পক্ষের মতানৈক্য চলছিল। একপক্ষে নেতৃত্ব দিচ্ছেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দীক ও অন্যপক্ষে বিত্তিপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার। এর মধ্যে ঈদের দিন নামাজের পর বসে একটি কমিটি গঠনের প্রস্তাব ছিল। কিন্ত সকাল সাড়ে ৭টার দিকে একটি মাংসের দোকানে দুই পক্ষের কর্মী রশিদ ও জামালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে বাক্কার গ্রুপের লোকদের মারধর করা হয়। পরে সাড়ে ৮টার দিকে ঈদের নামাজের জন্য ঈদগাহের দখল নিয়ে দুই গ্রুপের লোকদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। সেখানে বাক্কার গ্রুপের যোয়াদ মন্ডল, আব্দুল্লাহ, শাহীন ও বাবু এবং হোসেন মেম্বার গ্রুপের রাজা ও মিন্টু আহত হন।
আহত যোয়াদ মন্ডলের অবস্থা গুরুতর। তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। যোয়াদসহ ৫ জনকে কুষ্টিয়অ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, সংঘর্ষের ঘটনা তদন্ত করে দেকছে পুলিশ। দোষীদের গ্রেফতার করা হবে।
Leave a Reply