December 22, 2024, 10:08 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় নাফিস আহমেদ তুষার (২৮) নামে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ২৪ ঘন্টা পার হলেও কোন গ্রেফতার নেই এখনও অবধি। পুলিশ বলছে তারা অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। শনিবার সিহতের জানাযায় শরীক হয়ে তিনি বলেন যারা আওয়ামী লীগ থেকে শরীক দল জাসদকে বিচ্ছন্ন দেখতে চায় তারাই এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি বলেন যারা মুজিব কোর্ট গায়ে দিয়ে বিএনপি-জামাতকে পুষছেন তারাই এই হত্যা করেছে।
তিনি তীব্র ভাষায় বলেন, খুন হয়েছে খুনীকে ধরুন, মামলা করে আসামীর নাম বলে দিতে হবে তারপর পুলিশ গ্রেফতার করে দেখাবে এটা ভাওতাবাজী।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।
নিহতের পিতা রবিউল ইসলাম রবি জানা, তুষার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৭ রমজানে ছুটিতে সে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। রবিউল ইসলাম রবিও মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ঐ হাসপাতালের চিকিৎসক রেজাউল করিম বলেন, তুষারের দুই পায়ের রগ কেটে দেয়া হয়। পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়। তাকে তখনই রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পথিমধ্যে পাবনার ঈশ^রদিতে তার মৃত্যু ঘটে।
কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, নির্বাচনের পর এ নিয়ে দুজস জাসদ নেতাকে এই জেলায় হত্যার করা হলো। জাসদ এর তীব্র প্রতিবাদ জানায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখনও কোন মামলা হয়নি বলে তিনি জানান।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply