December 22, 2024, 3:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়েছে সরকার। নতুন দাম অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়।আগামীকাল ১ এপ্রিল থেকে এ মূল্য কার্যকর হবে।
অবশ্য অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিতই রয়েছে। সে অনুসারে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা আর পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।
আজ রোববার (৩১ মার্চ) প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করে জ্বালানি বিভাগ।
এর আগে, গত ৭ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। এর একদিন পর থেকে নতুন দর কার্যকর হয়।
তুলনামুলক চিত্র তুলে ধরে জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ রূপি ৭৬ পয়সা যা বাংলাদেশী মুদ্রায় ১৩০ টাকা ৬৯ পয়সা (১ রুপি=১ টাকা ৪৪ পয়সা) এবং পেট্রোল ১০৯ রুপি ৯৪ পয়সা বা ১৫৮ টাকা ৩১ পয়সা। যা বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে চেয়ে বেশী।
Leave a Reply