December 22, 2024, 8:52 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজানের কারনে দৌল-পূর্ণিমায় লালন স্মরণোৎসবে কাটছাঁট করা হয়েছে। প্রতিবছরের তিনদিনের কমসূচী কমিয়ে একদিনের দুইঘন্টার একটি আলোচনা সভা দিয়েই এবার শেষ হবে দুইশত বছরের ঐতিহ্যবাহী এ উৎসব।
এবারের স্বল্প পরিসরের অনুষ্ঠানের মুলভাব ধরা হয়েছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আগামীকাল রোববার (২৪ মার্চ) শুরু হচ্ছে এ স্মরণোৎসব।
এবারে থাকছে না গ্রামীণ মেলার আয়োজন। তবে স্বল্প পরিসরে বাউলরা রমজানের সাথে বিরুপ না হয় এমন পরিবেশে গানবাজনা করতে পারবে। লালন মুক্তমঞ্চে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলবে আলোচনা সভার আয়োজন।
স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।
স্মরণোৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আয়োজন করছে লালন একাডেমি।
প্রতিবছর লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে লালন আখড়াবাড়ি এলাকায় সাধু-ভক্ত-দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এবারের লালন স্বরণোৎসব রমজান মাসে হয়ে যাওয়ার কারনে শুধুমাত্র একদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। সবার সাথে আলোচনা করেই এটা করা হয়েছে। তিনি জানান সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশা থেকে ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।
Leave a Reply