December 21, 2024, 10:08 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই, কুষ্টিয়ার এক সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় খেয়া রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বারের সাবেক সাধারন সম্পাদক ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু।
বক্তব্য রাখেন ৫নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া পারভিন, শিক্ষক ও সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন বাবু, ৭নং পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নাহার ইসলাম, ইবির ডেপুটি রেজিষ্টার (এস্টেট-কমন সার্ভিস) মোয়াজ্জেম হোসেন, কুষ্টিয়া বারের লাইব্রেরী সম্পাদক এ্যাড. সোহেলী পারভিন ঝুমুর, সাংবাদিক নুুরুল কাদের, ইসলামীয়া কলেজের শিক্ষক সাদিয়া ফারজানা মহুয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহেদ আহমেদ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিুল্লাহ, খোকসা থানার অফিসার ইনচার্জ আন নুর যায়েদ, ডিসি কাষ্টমস রাজশাহী পারভেজ আল জামান। অর্থনীতি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, প্রতীতি বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্ম কর্তা সোনিয়া রহমান, আব্দালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহিমা খাতুন, হাসিব ড্রিমের শিক্ষক জুবাইর খন্দকার, বিশিষ্ট ঠিকাদার সজিবুল ইসলাম, বিআরবি কেবলস এর কর্মকর্তা কামরুজ্জামান খান, আহসান হাবিব, প্রীতম মজুমদার প্রমুখ।
সভায় সভাপতি ড. আমানুর আমান বলেন, কুষ্টিয়ার অসংখ্য শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তারা কেউ কুষ্টিয়াতে, কেউ কুষ্টিয়ার বাইরে কর্মক্ষেত্রে রয়েছেন। সবাইকে একটি প্লাটফরমে নিয়ে আসতে হবে। এটি বেশ কষ্টসাধ্য কাজ।
তিনি বলেন, প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সবাইকে এককাতারে নিয়ে আসার। তিনি বলেন অতি শীঘ্রই বড় ধরনের একটি সমাবেশ ঘটানো হবে।
সভায় আগামী ৯ মার্চ প্রস্তুতি সভা ও ২২ মার্চ ইফতার মাহফিল, ঈদের পর উপজেলাগুলোতে সাংগঠনিক সফর, ঈদ পুনর্মিলনী এবং ইসলামী বিশ^বিদ্যালয় এলামনাই কুষ্টিয়ার সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।
Leave a Reply