দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন সেনা সদস্য রহমত আলী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মোছা. ছালমা খাতুন (৪০) ও স্মরণ হোসেন (১২) সেনা সদস্য রহমত আলীর স্ত্রী ও সন্তান। এ ঘটনায় আহত রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কুমারখালীর চাপড়ায়।
আহত সেনা সদস্যের পরিবার সূত্রে জানা যায়, রহমত কয়েকদিন হলো ছুটিতে কুষ্টিয়া এসেছিলেন। তার পরিবার শহরের বাসায় থাকতো। ঐ দিন সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে মটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রহমত আলী। পথিমধ্যে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, আহত রহমতের অবস্থাও আশঙ্কাজনক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি