December 22, 2024, 7:49 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সদ্য অবসর নেয়া দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনের কুশীলবদের কে খুঁজে বের করতে সরকারের অবিলম্বে তদন্ত কমিশন গঠন করা উচিত। এ জাতির জানা দরকার কারা সেই বেঈমান-বিশ্বাসঘাতক। কারা এমন নিষ্ঠুর একটি হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা যে একাগ্রতা ও দৃঢ়তায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের স্বপ্ন অচিরেই বাস্তবে রুপ পাবে।
গত রবিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমনাথপুর স্কুল এন্ড কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিন একথাগুলো বলেন।
তিনি বলেন দেশের অগ্রগতি হলো একটি মিলিত প্রচেষ্টার ফল।আমরা দেখি যারা সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতেই সমালোচনা করতে পছন্দ করেন। পথ দেখান না। তার মতে, এই পথ পরিহার করতে হবে। কারন এটি উন্নয়ন-অগ্রগতির সহায়ক নয়।
রমানাথপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি লেখক গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রোকৌশলী শেখ ইশতিয়াক ইকবাল হিমেল, শিক্ষা অনুরাগী মোনাব্বর হোসেন ও খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন সৃষ্টিকর্তার ইচ্ছা সততা ও একাগ্রতায় তোমরাও একদিন অনেক বড় হতে পার। তিনি শিক্ষার্থীদের নিজেদের নিজেকে উপস্থাপন করে সমাজে জায়গা করে নিতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন এটা করার একমাত্র উপায় হলো লেখাপড়া।
Leave a Reply