December 23, 2024, 7:19 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী, সেরাকরদাতা রোটারিয়ান ও সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকার সহায়তায় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া এর ব্যবস্থাপনায় গরিব, এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারী সোমবার কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকাবাসির মধ্যে এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অজয় সুরেকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান স্মৃতি সুরেকা ও কুষ্টিয়া পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ আমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক ও সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতের আলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মিজু।
শীতবস্ত্র বিতরণে সহযোগিতা কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ ও সন্চালনা করেন সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাড. মুহাইমিনুর রহমান পলল।
উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মুশফিক।
প্রচন্ড শীতের এসময় এলাকাবাসী গরিব, এতিম ও দুস্থরা শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply