October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জেলার প্রচার সংখ্যার শীর্ষে সত্যের মুখপত্র দৈনিক কুষ্টিয়া, সততা নিষ্ঠার সাথে তার পথচলা অব্যহত রাখুক। অপসাংবাদিকতার ভিড়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে পত্রিকাটি কুষ্টিয়ার সাংবাদিক -প্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে ত্যাগের যে অনন্য উজ্বল দৃষ্টান্ত রেখে চলেছে তা প্রসংশার দাবি রাখে।
দৈনিক কুষ্টিয়ার ৩২ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।
তারা বলেন বর্তমানের সংঘাতপূর্ণ কঠিন সময়ে কথিত সাংবাদিকতার ভিঁড়ে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া পত্রিকা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে তা সমাজ পরিবর্তনেও ইতিবাচক প্রভাব রাখছে। বক্তারা বলেন গর্ব করে বলার মত একটি পত্রিকার নাম, যে পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের অসততার কোন রেকর্ড নাই। যার নেতৃত্ব দিচ্ছেন দেশের খ্যাতনামা একজন লেখক, গবেষক ও সমাজকর্মী ড. আমানুর আমান। এভাবেই দৈনিক কুষ্টিয়া তাদের পথচলা অব্যাহত রাখবে বলে বক্তারা বিশ্বাস করেন।
১ জানুয়ারি শহরের অভিজাৎ খেয়া রেস্তোরায় অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমপর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম.শামীম রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফোকলোরবিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারন সম্পাদক প্রফেসর ড. সোলিম তোহা, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র, বিশিষ্ট ব্যবসায়ী সেরা করদাতা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা, কুষ্টিয়া জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির কমিটির সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর পরিচালক এস.এম.কাদেরী শাকিল, বিশিষ্ট ব্যাবসায়ী বিশ্বজিত সাহা সন্টু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার এর সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, বর্তমান সাধারন সম্পাদক, দৈনিক কুষ্টিয়ার খবর এর সম্পাদক ও প্রকাশক আবু মনি জুবায়েদ রিপন, প্রথম আলো কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, দৈনিক দিনের খবর এর সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভেড়ামারা প্রেসক্লাব এর সভাপতি, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গির হোসেন জুয়েল, কুষ্টিয়া মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুল ইসলাম, নির্বাহী সম্পাদক আনিসুর রহমান লিটন, ডক্টরস ল্যাব এর সত্বাধিকারী ইয়ারুল ইসলাম, শিক্ষক দিপক কুমার মন্ডল।
অনুষ্ঠানের শুরুতে প্রথম পর্বের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক শাহনাজ আমান, নির্বাহী সম্পাদক আনিসুর রহমান লিটন, দৈনিক কুষ্টিয়ার খোকসা প্রতিনিধি হুমায়ুন কবির, ভেড়ামারা প্রতিনিধি আব্দুল আলিম, দৌলতপুর প্রতিনিধি নাজমুল হোসেন, গাংনি প্রতিনিধি সাঈদ হাসান। উপস্থিত ছিলেন স্টাফ করেসপন্ডেন্ট তানভীর আহমেদ, সাদিক হাসান রহিদ, মেহেরাব হাসান মুশফিক , কম্পিউটার ইনচার্জ কুদরত উল্লাহ, সার্কুলেশন ম্যানেজার মুক্তার হোসেন প্রমুখ।
দৈনিক কুষ্টিয়ার সাংবাদিক বৃন্দ ও উপস্থিত অতিথিগণ কেককেটে দৈনিক কুষ্টিয়া ৩১ বছর উদযাপন করেন।আলোচনা সভার শেষে উপস্থিত সকলকে ফুলদিয়ে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকা ৩২ বছর পূর্তি উদযাপন করছে এটা বেশ বিস্ময়কর বিষয়। সত্যের মুখপত্র খ্যাত দৈনিক কুষ্টিয়া যুগ যুগ চলমান থাক উন্নয়ন ও সম্ভাবনার কথা বলুক এটাই প্রত্যাশা করি। তিনি বলেন, নিষ্ঠা ও সততা কখনোও বৃথা যায় না। কুষ্টিয়া তথা দেশ জাতি নিয়ে দৈনিক কুষ্টিয়ার নিষ্ঠ কর্মতৎপরতা কখনোই বৃথা যাবে না। তিনি মনে করেন যত সমস্যাই থাকুক দৈনিক কুষ্টিয়া পথ হারাবে না। কারন এর হাল ধরে আছেন একজন ড. আমান।
তিনি বলেন পত্রিকা প্রকাশনা টিকিয়ে রাখা এখন বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। সেক্ষেত্রে তিনি স্থানীয় মিডিয়াকেও আধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবার করার পরামর্শ দেন। তিনি এসময় দৈনিক কুষ্টিয়ার অনলাইন এডিশনকে সরকার কতৃক অনুমোদনকেও স্বাগত জানান।
বিশেষ অতিথি প্রফেসর ড. সেলিম তোহা বলেন, কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য ধারক ও প্রকৃত ধারার সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহারন দৈনিক কুষ্টিয়া । পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান সততার এক জীবন্ত গল্পের মতো। এখানে যা কিছু অর্জিত হয়েছে তার সম্পাদকের ন্যায়-নিষ্ঠা ও কতর্ব্য পরায়নতা থেকে এসেছে। তিনি এ অর্জনকে অব্যাহত রাখতে পত্রিকার সাথে সংশিষ্ট সকল কলাকুশলীদের আরও সততার সাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
অজয় সুরেকা তার বক্তব্যে বলেন, যার তার কাছে এখন সাংবাদিকতা কার্ড দেখা যায়, তারা সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের প্রায়ই অনুচিতভাবে অস্থির করে তোলে। অনেকেই আছেন যারা না জেনে বুঝে কাউকে নিয়ে অসম্মানজন কথা ফেসবুক সহ পত্রিকায় লিখে দেন। তিনি কলেন যারা সৎ সাংবাদিকতা করেন আপনাদের উচিত এর প্রতিবাদ করা। তিনি কুষ্টিয়ার উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে রাগ অভিমান ভুলে সকলকে একসাথে ভালো কাজের সাথে থাকতে হবে।
এস.এম.কাদেরী শাকিল বলেন দৈনিক কুষ্টিয়া এমন একটি পত্রিকা যার বিরুদ্ধে কখনো কোন অপসাংবাদিকতার কথা শুনিনি। আমি বিশ্বাস করি দৈনিক কুষ্টিয়া সততার এই ধারা অব্যহত রাখবে। তিনি সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।
বিশ্বজিত সাহা সন্টু বলেন, তার রাজনৈতিক জীবনের শুরুর দিকে দৈনিক কুষ্টিয়ার সাথে তার পথ চলা। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. আমান গতানুগতিক ধারার বাহিরে স্বচ্ছ ধারায় নিয়মিত পত্রিকাটি প্রকাশ করে চলেছেন এ অব্যহত থাকুক।
অধ্যাপক অজয় মৈত্র বলেন, দৈনিক কুষ্টিয়া ও ড. আমানকে যতটা চিনিজানি তিনি চলমান বর্তমান ধারার বাহিরে সংবাদপত্র পরিচালনা করেন নিজের পরিশ্রমের টাকা খরচ করে পত্রিকা বের করেন। কুষ্টিয়া তথা খোকসা-কুমারখালির মানুষ হিসেবে কাঙাল হরিনাথ এর জিন হয়ত তার ভিতর আছে সেকারনেই হয়ত ড. আমান নিজ খরচে দৈনিক কুষ্টিয়া ও ইংরেজি দি কুষ্টিয়া টাইমস বের করছে।
আল মামুন সাগর তার বক্তব্যে বলেন আজ আমি কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হয়েছি দৈনিক কুষ্টিয়া পত্রিকার জন্য। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে তখন থেকে দৈনিক কুষ্টিয়ায় সাংবাদিকতা শুরু করি। তিনি আরো ড. আমান আমার সাংবাদিকতার অন্যতম গুরু দৈনিক কুষ্টিয়া ৩২ তম প্রতিষ্ঠা বার্ষীকির সফলতা কামনাসহ পত্রিকাটির উন্নতি কামনা করছি।
আনিসুজ্জামান ডাবলু বলেন দৈনিক কুষ্টিয়া থেকে অনেক স্বনামধন্য সাংবাদিক তৈরী হয়েছে। কুষ্টিয়ার সাংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসে দৈনিক কুষ্টিয়া উজ্জল নক্ষত্র পত্রিকাটির সফলতা কামনা করছি।
আবু মনি জুবায়েদ রিপন তার বক্তব্যে বলেন, দূর্ণীতির সংবাদ প্রকাশ করলৈই আমাদের রাজনৈতিক ভাবে আক্রমন করা হয়, আমরা উন্নয়ন বিরোধী নই তবে উন্নয়নে দূর্ণীতির বিরুদ্ধে। তিনি আরো ছোট বেলায় আমার বাড়ির পাশে ছিলো দৈনিক কুষ্টিয়া অফিস সে সময় পত্রিকার কাজ দেখে আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা জাগে। কৃতঙ্গতা দৈনিক কুষ্টিয়ার প্রতি।
তৌহিদী হাসান শিপলু তার তার বক্তব্যে বলেন আমার সাংবাদিকতার শুরুতে দেখতাম দৈনিক অরিচ্ছ্ন ছাপা, ভালো পড়া যেত না, এখন দৈনিক কুষ্টিয়া অনেক পরিস্কার পরিচ্ছন্ন নিউজসহ প্রকাশ হয় দেখে ভালো লাগে। ৩২ বছর পথচলা দৈনিক কুষ্টিয়া পত্রিকার জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে দৈনিক কুষ্টিয়ার প্রতিনিধিবৃন্দ সুধিজন ও কুষ্টিয়া পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলি উপস্থিত ছিলেন।
Leave a Reply