December 22, 2024, 8:31 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-৪ আসনে খোকসা উপজেলায় শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর হয়েছে।
শনিবার রাতে উপজেলার একতারপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার পরে দেশীয় অস্ত্রসহ ৩০-৪০ জন দুর্বৃত্ত এসে নির্বাচনি অফিস ভেঙে দেয়। হামলায় নেতৃত্ব দেয় নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক একতারপুর ইউনিয়নের মজিদ চেয়ারম্যান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় অফিসের চেয়ার, টেবিল ভাংচুর করা হয়।
এ ব্যাপারে খোকসা থানার ওসি আননুর যায়েদ জানান ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।
এ আসনে দুটি পক্ষের মধ্যে এর আগেও ৫টি সংঘর্ষ, হামলা ও নির্বাচননি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে।
Leave a Reply