December 22, 2024, 9:56 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির প্রতীক। তার কোনো বিকল্প নেই। জনগনের অবিচল আস্থা রয়েছে তার নেতৃত্বে। কারন তার বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ আজ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। সুতরাং চলমান উন্নয়নে আস্থা রেখেই সাধারণ মানুষ ভোটের মাঠে আসবে।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে ‘শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন হানিফ।
তিনি বলেন উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩১’র মধ্যে ভিন্ন বাংলাদেশ হবে, উন্নতির শিখরে পৌঁছে যাবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান।
পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শাহীনুর রহমান, ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, পরিষদের সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যাপক মো: আলাউদ্দিন, অজয় মৈত্র।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যাপক ড. নবীনুর খান, ওহিদুর রহমান, আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যাপক শামসুল আরেফিন, ড. আব্দুল কুদ্দুস খান, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সহকারী অধ্যাপক সাদিয়া ফারজানা মহুয়া সহ বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
হানিফ বলেন ভোট সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এজন্য দেশে ভোটকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেশে নিরপেক্ষ ভোট হবে।
তিনি বলেন যারা ভোট নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের আর জনগন বিশ^াস করছে না। জনগন ভোট দিতে চায়।
Leave a Reply