December 31, 2024, 12:06 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগের তিন নির্বাচনের মতোই এবারো জোটবদ্ধভাবেই ভোট করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আর আসন ভাগাভাগির হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু আগের আসন কুষ্টিয়া-২ পাচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক সূত্র ছাড়াও জাসদের বেশ কয়েকজন নেতা বিষয়টি দৈনিক কুষ্টিয়াকে নিশ্চিত করেছেন।
সূত্রগুলো জানায়, জোটবদ্ধ নির্বাচন নিয়ে শরীকদলগুলোর মধ্যে বিষয়টি চূড়ন্ত করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সোমবার জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছিলেন জোট নেতারা। সেখানেই বিষয়টি নিস্পত্তি হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ২০০৮ সাল থেকেই ১৪ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে আসছে। তিনটি জাতীয় নির্বাচনের দুটিতে শরিক হিসেবে ছিল জাতীয় পার্টিও। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ভোট বর্জনের পর জাতীয় পার্টি জোটে ছিল না। তবে তাদের ছাড় দিয়ে ৩৪টি আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। একাদশে আবার জোট করার পর দলটিকে দেয়া হয় ২৬টি আসন, এর মধ্যে তারা জয় পায় ২৩টিতে। বিএনপি এবারো ভোটে না আসায় জোটে ভেড়েনি জাতীয় পার্টি। অবশ্য দলটিকে কোথাও ছাড় দেয়া হবে কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না ক্ষমতাসীনদের পক্ষ থেকে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টনের বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হয়নি। এজন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে আসন বণ্টনের দায়িত্ব দেয়া হয়েছে।
সূত্র জানায়, ২০০৮ সাল থেকেই জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে আসছেন। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে কুষ্টিয়া-২ আসন। এর মধ্যে ভেড়ামারা উপজেলাতে হাসানুল হক ইনুর বাড়ি। তিনি দুই মেয়াদে দেশের তথ্যমন্ত্রী ছিলেন।
জানা যায়, আওয়ামী লীগের শরিক দলগুলোর অধিকাংশ শীর্ষ নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে মত দিয়েছেন। এছাড়া দলগুলোর মনোনীত অন্য প্রার্থীরা নিজের দলীয় প্রতীকে নির্বাচন করবেন। এরই মধ্যে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু এবং চট্টগ্রাম-২ আসনে নজিবুল বশর মাইজভান্ডারীকে জোটের প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেয়া হয়েছে। রাশেদ খান মেননকে বরিশাল-২ কিংবা বরিশাল-৩ আসন থেকে জোটের প্রার্থী করা হবে।
১৪ দলীয় সূত্রে জানা গেছে, এবার জাসদ আসন চেয়েছে আটটি। বর্তমানে দলটির সংসদ সদস্য আছেন দুজন।
আরও জানা গেছে, কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরিফিন পরিষদ থেকে পদত্যাগ করে প্রার্থীতা ঘোষণা করেছেন। এর বাইরেও আওয়ামী ঘরানার দুজন চিকিৎসক প্রার্থী হয়েছেন।
Leave a Reply