December 21, 2024, 7:28 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের বির্তকিত ও নানা কারনে অভিযুক্ত আলোকচিত্রশিল্পী শহিদুল আলমের সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে বাতিল হয়েছে জার্মান-ভিত্তিক একটি বিয়েনাল বা দ্বিবার্ষিক প্রদর্শনী। সমসাময়িক ফটোগ্রাফি নিয়ে আয়োজিত ওই প্রদর্শনীর অন্যতম কিউরেটর ছিলেন তিনি। একই ঘটনায় কিউরেটর হিসেবে অংশ নেয়া বাংলাদেশের তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফ নিজেদের সরিয়ে নিয়েছেন।
এ প্রতিবেদন প্রকশ করেছে শিল্পকলা কেন্দ্রিক অনলাইন মাধ্যম আর্ট নিউজ।
শহিদুল দেশেও নানাভাবে বির্তকিত। এজন্য তিনি জেলও খেটেছেন।
আগামী বছরের মার্চে জার্মানির তিন শহর ম্যানহেইম, লুডভিগশাফেন ও হাইডেলবার্গে বিয়েনালে ফে আকটুয়েলে ফটোগ্রাফি শিরোনামের এ দ্বিবার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ‘অ্যান্টিসেমিটিক’ আলাপের কারণে তা বাতিল হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশী ফটোসাংবাদিক ও ইভেন্টের সহ-কিউরেটর শহিদুল আলম সোশ্যাল মিডিয়া এমন পোস্ট দিয়েছেন যাকে ‘ইহুদিবিরোধী’ হিসেবে পড়া যেতে পারে। উত্তর গাজায় ইসরায়েলের হামলাকে হলোকাস্ট বা গণহত্যার সঙ্গে তুলনা করেন তিনি। ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন।
জার্মান শহর তিনটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শহিদুল আলমের সঙ্গে তাদের যে ‘বিশ্বাসের সম্পর্ক’ ছিল, তা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’।
আয়োজকরা এ বিষয়ে শহিদুল আলম, তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আয়োজকদের বক্তব্য ছিল, জার্মানি রাষ্ট্রের বিশেষ ঐতিহাসিক দায়িত্বের প্রতি কিউরেটররা যেন সংবেদনশীল থাকে। ইসরায়েলের অস্তিত্ব রক্ষার অধিকার আছে বলে মনে করে তারা। জবাবে শহিদুল আলম নিজেকে একজন অ্যাক্টিভিস্ট দাবি করে ‘মত প্রকাশের স্বাধীনতা চান’। ওই ঘটনায় শহিদুলকে দ্বিবার্ষিকীতে অংশ নিতে বাধা দিলে তানজিম ও মুনেম কাজ করতে অস্বীকার করেন।
আয়োজকরা জানান, এরপর দ্বিবার্ষিক প্রদর্শনীটি তারা বাতিল করে। আরো জানায়, এ বাতিলের সিদ্ধান্তের পরিণতি সুদূরপ্রসারী। যা পুরো ইভেন্টের ভবিষ্যতকে বিপন্ন করে তুলেছে। তাই আগামীতে দীর্ঘ মেয়াদে জার্মানি ও ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি ইভেন্টটিকে ফলপ্রসূ করতে তারা সব ধরনের চেষ্টা করবেন।
বছরের শুরুতে জার্মান রাসায়নিক কোম্পানি বিএএসএফ স্পনসরশিপ থেকে সরে আসার ঘোষণা দিলে এ বিয়েনালের ভবিষ্যত হুমকির মুখে পড়ে। এছাড়া চলমান পরিস্থিতির কারণে চলতি মাসের শুরুর দিকে ডকুমেন্টারি বিভাগে সম্পূর্ণ নির্বাচন কমিটি পদত্যাগ করে। ওই কমিটিতে ছিলেন ইসরায়েলি শিল্পী ও দার্শনিক ব্রাচা এল. ইটিঙ্গার এবং ভারতীয় কবি ও সমালোচক রঞ্জিত হোসকোটে।
Leave a Reply