দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রবাদপ্রতিম রবীন্দ্র সংগীত শিল্পী এবং শিক্ষিকা মায়া সেনের জন্ম দিন উপলক্ষে কলকাতায় রবিচেতন এর অনুষ্ঠানে যোগ দিতে কলতাকায় গেছেন কুষ্টিয়ার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শুক্লা মজুমদার। আজ সোমবার) এই অনুষ্ঠান।
রবিচেতন শুদ্ধ রবীন্দ্র সংগীত চর্চার একটি বৃহৎ প্লাটফর্ম। রবিচেতন এর কর্ণধার সাগরময় ভট্টাচার্য মায়া সেনের যোগ্য শিষ্য। গুরুর জন্মদিন উপলক্ষে তাই এই বৃহৎ পরিসরের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কলকাতার বিভিন্ন প্রথিতযশা শিল্পী সাহিত্যিকরা। রবিচেতন এর এই অনুষ্ঠানে পশ্চিম বঙ্গসহ দেশ বিদেশ থেকে সাগরময় ভট্টাচার্যের প্রায় ৭০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করছে।
শুক্লা মজুমদার কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী এবং শিক্ষক শ্রী সাগরময় ভট্টাচার্যের নিকট দীর্ঘ দিন ধরে শুদ্ধ রবীন্দ্র সংগীত শিক্ষা গ্রহন করে চলেছেন।
শুক্লা মজুমদার বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বেসরকারি চ্যানেলেও শুদ্ধ ভাবে রবীন্দ্র সংগীত পরিবেশন করে চলছেন
২০২০ সালে করোনাকালিন সময়ে সাগরময় ভট্টাচার্য রবীন্দ্রনাথের গীতবিতানের প্রথম থেকে প্রতিটি গান নিখুঁত ভাবে একান্ত ঘরোয়া ভাবে তাঁর রবিচেতন নামক পেজে প্রতিনিয়ত আপলোড করে চলেছেন। এছাড়াও ইউটিউবে তাঁর নিজের গানসহ ছাত্র ছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের বহু সমবেত গানের কাজ তিনি করে চলেছেন।মায়ার খেলা তার মধ্যে অন্যতম।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি