December 22, 2024, 10:09 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া গ্রাম নিবাসী মরহুম আফসার উদ্দিনের তৃতীয় পুত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শহিদুল আলম নান্নু’র( ৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি।
শহিদুল আলম নান্নু সংস্হাপন মন্ত্রাণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রশীদুল আলম, কুষ্টিয়া ৩ (সদর ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সহোদর।
নান্নু আজ ৬ নভেম্বর সোমবার রাত ৯.৪৫ মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
শহিদুল আলম’ নান্নু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুষ্টিয়া নাগিরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা বিদেহী আত্মার মাগফিরাত করেছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply