December 22, 2024, 10:13 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেলে এক সপ্তাহে গাড়ি চলাচল করেছে ৪৭ হাজার ৪৩টি। আর এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫ লাখ ৯৫০ টাকা। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক এই টানেল উদ্বোধনের পর রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে গাড়ি চলাচল শুরু করে।
উদ্বোধনের পর পণ্য ও যাত্রীবাহী যান চলাচল কম থাকলেও টানেল দেখতে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় এই ভিড় আরও বেড়ে যায়। এতে দেখা যায় গত রোববার ভোর ছয়টা থেকে শনিবার বিকেল চারটা পর্যন্ত ৪৭ হাজার ৪৩টি গাড়ি চলাচল করলে এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ১৪ হাজার ৭৯৮টি। এতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা।
বঙ্গবন্ধু টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, অবরোধ না থাকলে এই চলাচল আরও বাড়ত। তিনি আশা প্রকাশ করেন সবকিছু ঠিক হয়ে গেলে টানেলের গুরুত্ব আরও বাড়বে।
Leave a Reply