February 5, 2025, 4:57 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে ৩ নভেম্বর সন্ধ্যায় দৈনিক কুষ্টিয়া অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কুষ্টিয়া জেলা শাখার সাথারণ সম্পাদক অজয় মৈত্র, সরকারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, কৃষি ব্যাংক এরিয়া অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ূম, কেএসএম কলেজের সহকারী অধ্যাপক সাকিলা দোলা, লেখক, সংস্কৃতিকর্মী এসএস রুশদী, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক এডভোকেট মোহাইমিনুর রহমান পলল, স্বপ্ন প্রয়াস সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদ প্রমুখ।
বক্তারা জাতীয় চজার নেতা হত্যার কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি করেন। তারা বলেন এই খুনীরা সেদিন ঐ নিষ্ঠুর হত্যার মধ্য দিয়ে দেশকে যেভাবে অস্থিতিশীল করে তুলেছিল। এতদিন পর ঐ চক্রের সুবিধাভোগীরাই আজ দেশে পুনরায় অস্থিতিশীলতা তৈরি করতে তৎপর। তারা সবাইকে একযোগে এই খুনী চক্রকে প্রতিহত করার আহবান জানান।
Leave a Reply