দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপি দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে নিয়ে গেছে ডিবি পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকালে তার গুলশানের বাসা থেকে তাকে নিয়ে যায় পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়টি কেউ বলতে পারেনি।
এর আগে কাল রাত থেকেই ফখরুলের বাসায় পুলিশ মোতায়েন করা হয়। তারও আগে বিএনপির সমাবেশ চলাকালীন তিনি অসুস্থ হন বলে দাবি করা হয়। তবে তার অসুস্থতার বিষয়টি কেউ নিশ্চিত করেনি।
গতকালের সমাবেশের নামে দলটি সারা ঢাকা জুড়ে সহিংসতা চালায়। একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এসব ঘটনার পর ফখরুল উল্টো দাবি করেন বিএনপির সমাবেশের উপরই পরিকল্পিত হামলা করা হয়েছে।
বিস্তারিত আসছে-------
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি