January 3, 2025, 5:20 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে শ্রমিক লীগ ও যশোরে যুব লীগ নেতাকে হত্যা করা হয়েছে।
রাজবাড়ীতে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুন্না আজিজ মহাজন (৪২)। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ও কোনগ্রাম গ্রামের আজর আলী মহাজনের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মুন্না নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। উঠোন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আগামী বুধবার ঐ ইউনিয়নে অনুষ্ঠিতব্য জনসভা কর্মসূচি সফল করার লক্ষ্যে। টার দিকে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়।
ওসি জানান, হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা/
যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকারঘাট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, সোমবার ৭টার দিকে উদয় শংকর টেকারগাট বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই সড়কে তাকে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের লোকজন হঠাৎ গুলি করার একটি আওয়াজ শুনতে পায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদয় শংকরকে মোটরসাইকেল থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply